ঢাকা: গুম, খুন, অপহরণের অভিযোগ তুলে বিএনপির দফতরের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন জানিয়েছেন, তার দল ক্ষমতায় গেলে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করবে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার তৃতীয় বার্ষিকীতে তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তিনি এ কথা জানান।
মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ আরও কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ড. রিপন নিখোঁজ ইলিয়াস আলীর পরিবারের বনানীর বাসভবনে যান।
ইলিয়াস আলীর স্বজনদের সান্ত্বনা জানিয়ে ড. রিপন বলেন, ইলিয়াস আলী একজন বড়মানের নেতা ছিলেন। দলের প্রতি তিনি একনিষ্ঠ ছিলেন এবং দলের সকল নেতাকর্মীর সঙ্গে তার ভালবাসার টান ছিলো। দলের প্রতিটি জায়গায় তার অবদান ছিলো।
তিনি বলেন, আজ তার নিখোঁজ হওয়ার তৃতীয় বার্ষিকী। এই দিনটি বিএনপি ও ইলিয়াস আলীর পরিবারের জন্য খুবই কষ্টকর একটি দিন। এই দিনটি ভুলবার নয়।
বিএনপির দফতরের দায়িত্বে থাকা এ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর পার হচ্ছে, কিন্তু রাষ্ট্র বা সরকার ইলিয়াস আলীর কোনো খোঁজ দিতে পারছে না। অথচ সংবিধান অনুযায়ী দেশের প্রত্যেকটি নাগরিকের জানমাল এবং স্বাধীনতার নিশ্চিয়তা রাষ্ট্রের দেওয়া কথা। এই প্রেক্ষিতে বলা যায়, সরকার নাগরিকেদের মৌলিক অধিকারের নিশ্চিয়তা দিতে পারছে না।
ড. রিপন এ সময় নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, প্রায় ৪০ দিন হয়ে গেলো বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদের কোনো সন্ধান দিতে পারছে না সরকার। তার পরিবারও নির্বাক হয়ে রয়েছে।
তিনি আরও বলেন, সরকার বিরোধী দলগুলোকে গুম, খুন, অপহরণের মাধ্যমে নিশ্চিহ্ন করে দিয়ে নিজেরাই টিকে থাকতে চায়। কিন্তু যে বা যারা এমনটি করেছে তাদের চূড়ান্ত পতন হয়েছে বলে বিশ্বব্যাপী অসংখ্য নজির রয়েছে। গুম, খুন, অপহরণ করা হলো মানবাধিকার লঙ্ঘন করা।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যারা মানবাধিকার হরণ করছে, তদন্ত করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ বিচার করবে।
ইলিয়াস আলীকে তার পরিবার ও দলের কাছে ফিরিয়ে দেওয়া হবে- এমন আশা ব্যক্ত করে ড. রিপন বলেন, আমরা আশা করছি রাষ্ট্র ইলিয়াস আলীর সন্ধান দেবে এবং তাকে শোকার্ত পরিবারের কাছে ফিরিয়ে দিবে।
এসময় ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লিনা সাংবাদিকদের বলেন, নতুন করে আমার তেমন কিছু বলার নেই। আমার দাবি একটাই, আমার স্বামীকে সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন, আমার স্বামীকে খুঁজে বের করতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এনএইচএফ/এইচএ