ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সাঈদ খোকনের বাসায় আফরোজা আব্বাস

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
সাঈদ খোকনের বাসায় আফরোজা আব্বাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের বাসায় গিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত কামরাঙ্গীর চরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে মাগরিবের নামাজের কিছু আগে খোকনের বংশালের কাজী আলাউদ্দিন রোডের বাসায় যান তিনি।



এসময় সাঈদ খোকন বাসায় না থাকলেও তার চাচা আবদুর রহমান ও চাচী মিসেস রহমান বিএনপির প্রার্থী আব্বাসের স্ত্রী আফরোজাকে যত্ন-আত্তি করেন। মাগরিবের আজান দিলে সেখানেই নামাজ আদায় করেন আফরোজা। নামাজ আদায় শেষে সাঈদ খোকনের চাচা ও চাচীর সঙ্গে কিছুক্ষণ আলাপ করেন আফরোজা আব্বাস। এসময় তাকে চা-নাস্তা দিয়ে আপ্যায়নও করেন সাঈদ খোকনের স্বজনরা।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী খোকনের বাসা থেকে বের হওয়ার আগে তার চাচা-চাচীসহ ঘরের লোকজনের আতিথেয়তায় মুগ্ধ হওয়ার কথা জানান আফরোজা। জবাবে আবদুর রহমান ও মিসেস রহমানও মেহমান হওয়ায় আফরোজাকে ধন্যবাদ জানান।

এসময় আফরোজার সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।