ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রতি বৈষম্য হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রতি বৈষম্য হচ্ছে অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ

ঢাকা: বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ।
 
তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের ১৬ জন কাউন্সিলর প্রার্থীকে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কিন্তু আদর্শ ঢাকা আন্দোলনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে জামিন দেওয়া হচ্ছে না।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে আদর্শ ঢাকা আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এমাজউদ্দীন।

তিনি অভিযোগ করেন, আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত কাউন্সিলর প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থিতরা প্রার্থীদের হুমকি দিচ্ছেন।

‘জান বাঁচাতে চাইলে ইলিশ মার্কায় ভোট দিন’- আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন এমন বক্তব্য দিয়েছেন দাবি করে এমাজউদ্দীন বলেন, নির্বাচনী প্রচারণায় এমন হুমকি নির্বাচন কমিশনের আচরণবিধি বর্হিভূত। এটা জনগণের জন্য হুমকি।

সংগঠনের সদস্য সচিব শওকত মাহমুদ বলেন, উত্তর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী এ এল এম কাওসার আহম্মদকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ গ্রেফতার করে। এ সময় তিনি মিরপুরের মধ্যপাইকপাড়ায় গণসংযোগ করছিলেন। অপর দিকে কামরাঙ্গীরচরের কাউন্সিলর প্রার্থী শহিদুল হককে গ্রেফতার করতে গেলে জনগণের বাধার মুখে পড়ে পুলিশ ফিরে যায়।  

শওকত মাহমুদ আরও বলেন, আওয়ামী লীগের নেতা বলেছে, ‘বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারণায় নামতে দেওয়া হবে না। তিনি প্রচারণায় নামলে জনগণ তাকে আঘাত করতে পারে এমন কথা বলা হচ্ছে। ’

নির্বাচন কমিশনকে এসব ব্যাপারে অবহিত করা হয়েছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংগঠনের সদস্য সচিব শওকত মাহমুদ বলেন, আমরা নির্বাচন কমিশনে মৌখিকভাবে জানিয়েছি। এই বৈষম্যমূলক আচরণের ব্যাপারে লিখিতভাবে জানানো হবে।  

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, সংগঠনের সদস্য ও কোষাদক্ষ ড. মাহবুবউল্লাহ, কবি আব্দুল হাই সিকদার, ড. সুকুমল বড়–য়া, জাহাঙ্গীর আলম প্রধান, এম আব্দুল্লাহ, জাহাঙ্গীর আলম মিন্টু, অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এসজেএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।