ঢাকা: রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকা থেকে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হক তার শনিবারের (১৮ এপ্রিল) প্রচারণা শুরু করবেন।
এদিন সকাল ৯টায় মিরপুর-১২ নম্বর মোল্লাহ মার্কেটের সামনে থেকে গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন ঢাকা উত্তরের এই মেয়র পদপ্রার্থী।
বেলা সাড়ে ১২টায় গুলশান নিকেতন এলাকায় তারকাদের অংশগ্রহণে পরিচ্ছন্ন ঢাকা চাই কর্মসূচিতে অংশ নেবেন আনিসুল হক। সেখানে তিনি অবস্থান করবেন দুপুর ২টা পর্যন্ত।
এরপর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত গাবতলী ও মিরপুর রোডে পথসভা করবেন তিনি।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
আইএ