ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
খালেদার সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাসেমীর নেতৃত্বাধীন পাঁচ নেতা।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত স‍াড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে তার সঙ্গে প্রায় এক ঘণ্টা এ বৈঠক করেন তারা।



বৈঠক ও বিএনপি সূত্র জানায়, আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে খালেদার সঙ্গে আলাপ-আলোচনা করেছেন হেফাজত নেতারা। বিএনপি চেয়ারপারসন সিটি নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থীদের জয়ী করার ব্যাপারে হেফাজত নেতাদের সঙ্গে কথা বলেন।

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মওদুদ আহমদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বিএনপি প্রধানের বাসভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।