খুলনা: পূর্ব শত্রুতার জের ধরে খুলনা মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাওন ও যুবলীগ নেতা সাঈদকে গুলি করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নগরের নিউ মার্কেট এলাকায় বায়তুন নুর শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন ও সাঈদ নগরীর সাতরাস্তা মোড় থেকে বয়রায় তাদের বাড়িতে ফিরছিল। পথে নিউমার্কেটের বায়তুন নুর শপিং কমপ্লেক্সের সামনে কয়েক সন্ত্রাসী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে গুলি করে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলি শাওনের বুকের বাম পাজর ভেদ করে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে শাওন মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা আবারো গুলি চালালে একটি গুলি সাঈদের ঘাড়ে বিদ্ধ হয়। সন্ত্রাসীরা তাদের মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ সময় এলাকার লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানে দায়িত্বরত চিকিৎসকরা।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার অতিরিক্ত কমিশনার (এসি) ফরহাদ সরদার রাত ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাত ৯টার দিকে নগরীর নিউমার্কেটের বায়তুন নুর শপিং কমপ্লেক্সের পাশে সন্ত্রাসীরা শাওন ও সাঈদ নামে দু’জনকে গুলি করে পালিয়ে যায়। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আরএ