ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

খোকনের প্রচারণা ক্যাম্প দলীয় কার্যালয়, আব্বাসের বাসাবাড়ি

মান্নান মারুফ ও মফিজুল সাদিক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
খোকনের প্রচারণা ক্যাম্প দলীয় কার্যালয়, আব্বাসের বাসাবাড়ি সাঈদ খোকন ও মির্জা আব্বাস

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের সময় দ্রুত ঘনিয়ে আসছে। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ঘাম ঝরানো সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

তারা প্রায় একইভাবে ভোটারদের দ্বারে দ্বারে গেলেও প্রচারণার ক্যাম্প ব্যবহারে স্ব-স্ব পন্থা দেখাচ্ছেন।

যেমন- ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন তার প্রচারণা ক্যাম্প হিসেবে ব্যবহার করছেন দলীয় কার্যালয়গুলো। আর বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস ব্যবহার করছেন বাসাবাড়ি।

ডিএসসিসি এলাকা ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও হকার্স লীগের ওয়ার্ড অফিসগুলো সাঈদ খোকনের নির্বাচনী প্রচার-প্রচারণা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখান থেকেই তার নির্বাচনী পোস্টার, লিফলেট বিতরণ এবং বৈঠক পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণের থানা কার্যালয়গুলোতে টেলিভিশন দেখারও ব্যবস্থা রেখেছেন সাঈদ খোকন।

অপরদিকে, বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের দলীয় কোনো কার্যালয়ে প্রচার-প্রচারণা চালাতে দেখা যায়নি। তবে, বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা তাদের নিজ বাসাবাড়ির নিচ তলায় প্রচারণা কেন্দ্র তৈরি করেছেন। তারা নিজেদের প্রচারণার পাশাপাশি মেয়র প্রার্থী মির্জা আব্বাসেরও প্রচার-প্রচারণা চালাচ্ছেন এসব কেন্দ্র থেকে।

সরেজমিন ঘুরে দেখা যায়, ডিএসসিসির চকবাজারের হোসনি দালানের পূর্ব পাশে কাউন্সিলর প্রার্থী শাহিদা মোর্শেদের বাসা। ছয় তলা বিশিষ্ট এই বাসার নিচ তলায় তৈরি করা হয়েছে ২৭ নং ওয়ার্ডের প্রচারণা ক্যাম্প। এখান থেকে শাহিদা মোর্শেদ নিজের প্রচারণার পাশাপাশি মির্জা আব্বাসের ‘মগ’ প্রতীকের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সম্প্রতি এখানে নির্বাচনী মত বিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। এতে  অংশ নেন মির্জা আব্বাস পত্নী আফরোজা আব্বাসও। বাসায় রাখা অসংখ্য চেয়ার টেবিল, ব্যানার, পোস্টার ও বিলবোর্ড দেখে বলার অপেক্ষা রাখে না যে- এটা নির্বাচনী ক্যাম্প।

এই বাসা থেকে পাঁচ মিনিট পশ্চিমে অগ্রসর হলে আওয়ামী লীগের ২৭ নং ওয়ার্ডের কার্যালয়। এখান থেকেই সাঈদ খোকনের ইলিশ প্রতীকের প্রচার-প্রচারণা পরিচালনা করা হচ্ছে। কার্যালয়ে রাখা হয়েছে অসংখ্য ব্যানার, পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুন।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাযের পরে এই কার্যালয়ে আসেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। তিনি সবকিছু দেখভাল করার জন্য দলীয় কর্মীদের নিয়ে এখানে আসেন।

দক্ষিণ কমলাপুরের ১২১৭ নং ভুলু নীড়। এটি ৮ নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি সমর্থিত প্রার্থী ইসমাইল হোসেনের বাসা। বাসার নিচ তলায় তৈরি করা হয়েছে নির্বাচনী ক্যাম্প। এখান থেকেই মির্জা আব্বাসের ‘মগ’ প্রতীকের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

চাঁনখারপুল ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ও সাঈদ খোকনের প্রচারণা ক্যাম্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই কার্যালয়ে রাখা হয়েছে নির্বাচনী বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন। যদিও কার্যালয়টি খাস জমি দখল করে তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এই কার্যালয়ে প্রচারণার বিষয়ে কথা হয় ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম -আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রবের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, এখান থেকে কোনো প্রচার প্রচারণা চালানো হয় না। আমরা নেতাকর্মীরা শুধু এখানে বসে থাকি।

অবশ্য, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের কার্যালয়গুলোতে এভাবে বসতে পারলেও বিএনপির অভিযোগ, ক্রসফায়ার, গ্রেফতার আতঙ্কে তাদের অনেক প্রার্থী স্বাচ্ছন্দে প্রচার-প্রচারণা করতে পারছেন না।

এ বিষয়ে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বাংলানিউজকে বলেন, নানা ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে প্রচারণা চালাতে হচ্ছে। আমাদের অনেক নেতাকর্মী মামলার ভয়ে বের হতে পারে না। পুলিশের ভয়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছে। আমাদের নির্বাচন পরিচালনার তেমন কোনো অফিসও নেই। ইসি ও পুলিশ আমাদের সহায়তা করলে এখনও ভালো পরিস্থিতি ফিরে আসা সম্ভব।
 
ডিএসসিসিতে মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ৭০ এবং নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ২৯৩। সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৫৭ এবং সংরিক্ষত নারী ওয়ার্ডের সংখ্যা ১৯। সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা ৮৭৩ এবং ভোট কক্ষের সংখ্যা ৪ হাজার ৪৩৯।

৫৭টি ওয়ার্ডে এক বা একাধিক আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অফিস রয়েছে। যেগুলো বর্তমানে সাঈদ খোকনের নির্বাচন পরিচালনা কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। কোনো ওয়ার্ডে একটি, কোনো ওয়ার্ডে দুই এর অধিক কার্যালয় আছে, যেগুলো সাঈদ খোকন প্রচারণা ক্যাম্প হিসেবে ব্যবহার করছেন।

ডিএসসিসির ৪০ নং ওয়ার্ডে আওয়ামী লীগের দু’টি কার্যালয় রয়েছে। এখান থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন সাঈদ খোকন। প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী।

যদিও নির্বাচন কমিশন (ইসি) থেকে নির্দেশনা রয়েছে, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর জন্য একটি নির্বাচনী ক্যাম্প থাকবে। মেয়র প্রার্থীর জন্য প্রতিটি থানায় একটি করে নির্বাচনী ক্যাম্প থাকবে। কিন্তু ইসির এই নির্দেশনা কোনো প্রার্থীই মানছেন না।

ডিএসসিসির আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এম এ আজিজ বাংলানিউজকে বলেন, ডিএসসিসির সব ওয়ার্ড অফিস থেকে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। আওয়ামী লীগের থানা ও কেন্দ্র থেকেও সাঈদ খোকনের প্রচারণা করা হচ্ছে। সাঈদ খোকন আমাদের দলীয় প্রার্থী তাই ত্রিমুখীভাবে নির্বাচনে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমআইএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।