ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুর জেলা ছাত্রলীগের সম্পাদক সত্যজিৎ বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ফরিদপুর জেলা ছাত্রলীগের সম্পাদক সত্যজিৎ বহিষ্কার সত্যজিৎ মুখার্জী

ফরিদপুর: ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জীকে এবার দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার তাকে প্রবাসী কল্যাণমন্ত্রীর এপিএস এর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।



জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুজ্জামান মনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের গঠনতন্ত্রের ১৭ এর ক, খ ও গ ধারা মোতাবেক সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জীকে সংগঠন বিরোধী কার্যকলাপ, ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় এবং তার দ্বারা সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে সংগঠনের সাধারণ সম্পাদক পদ থেকে এবং প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

তবে বিষয়টি নিয়ে সত্যজিৎ মুখার্জী বলেন, জেলা কমিটির সাধারণ সম্পাদককে বহিষ্কারের ক্ষমতা জেলা কমিটির নেই। এটি সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থি। এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা লাগবে। তাছাড়া আমাকে কোন নোটিশও করা হয় নি। এসব করে একটি চক্র সংগঠনের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।