ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

হাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংষর্ষের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
হাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংষর্ষের ঘটনায় মামলা ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃহস্পতিবার রাতে হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর ড. এটিএম সফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হাবিপ্রবির প্রক্টর একটি মামলা দায়ের করেছে তবে এখনও নথিভ‍ুক্ত হয়নি। তার দায়ের করা মামলাটি যাচাই বাছাই চলছে সত্যতা পেলেই নথিভুক্ত হবে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলায় দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ত্রিশজনকে আসামি করা হয়েছে বলে জানান
তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে হাবিপ্রবির নূর হোসেন হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিল্টন ও জাকারিয়া নামে ছাত্রলীগের দুইজন কর্মী নিহত হয়। এছাড়া আহত হয় শিক্ষকসহ আরো ১৫ জন।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।