ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

গাবতলী থেকে শুরু তাবিথের ৯ম দিনের প্রচারণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
গাবতলী থেকে শুরু তাবিথের ৯ম দিনের প্রচারণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: গাবতলী থেকে নবম দিনের প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন বিএনপি সমর্থিত ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা দিকে তিনি প্রচারণা শুরু করেন।



গাবতলী থেকে কারমাইকেল রোড-সেকেন্ড কলোনি-গলারটেক-দারুস সালাম থানা- বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-শাহ আলী মাজার- ১ নম্বর গোলচক্কর- সনি- চিড়িয়াখানা রোড- কমার্স কলেজ- শিলবাড়ি- রূপনগর- প্রশিকা মোড়- ৬নম্বর বাজার- মিরপুর স্টেডিয়াম- মনিপুর স্কুল- ৬০ ফুট রোড- পীরের বাগ- সাউথ পাইকপাড়া- কাওসারের বাড়ি- মধ্য পাইকপাড়া- নতুনবাজার- কল্যাণপুর বাসস্ট্যান্ড- এসব রুটে গণসংযোগের পরিকল্পনা রয়েছে বলে জানান তাবিথের মিডিয়া সেল কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।