ঢাকা: বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা শুরু করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে পুরান ঢাকার গোপীবাগ থেকে প্রচারণা শুরু করেন আফরোজা আব্বাস।
প্রচারণাকালে দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে লিফলেট বিতরণ ও ভোট চান আব্বাসের স্ত্রী।
গোপীবাহ থেকে তিনি টিকাটুলি, স্বামীবাগ, ওয়ারি, দয়াগঞ্জ, সূত্রাপুর, গেন্ডারিয়া, ফরিদাবাদ ও নারিন্দায় যাবেন। দুপুর ২টা পর্যন্ত প্রচারণা চালাবেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমএম/কেএইচ