ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

আজকালের মধ্যে মির্জা আব্বাসের ইশতেহার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আজকালের মধ্যে মির্জা আব্বাসের ইশতেহার মির্জা আব্বাস

ঢাকা: আজকালের মধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাস।

মির্জা আব্বাস আত্মগোপনে থাকায় তার পক্ষে স্ত্রী আফরোজা আব্বাস ও ঢাকা দক্ষিণের বিএনপির নির্বাচন সমন্বয়কারী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ ইশতেহার ঘোষণা করবেন।



মির্জা আব্বাসের ঘনিষ্ঠজন এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ইশতেহারে ১০ দফা উন্নয়ন কর্মসূচি থাকবে। নগরীর পানি সমস্যা, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্য, চিকিৎসা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বনায়ন, ওয়ার্ডভিত্তিক উন্নয়ন, জলাবদ্ধতার মতো বিষয় ইশতেহারে গুরুত্ব পাবে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমএম/কেএইচ/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।