ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

আনিসুলের প্রচারণায় ‘পাপড়ি বৃষ্টি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আনিসুলের প্রচারণায় ‘পাপড়ি বৃষ্টি’ ছবি : দীপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সকাল ৯টার আগেই ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হক উপস্থিত হন মিরপুর-১২ মোল্লা মার্কেট এলাকায়। এখানে আগে থেকেই বসা ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

তখনো আনিসুল হক বুঝতে পারেননি তার জন্য আজ কি অপেক্ষা করছে!

মোল্লা মার্কেট থেকে ভেতরে আলব্দী গ্রামের দিকে যেতেই উৎসুক জনতা তাকে গোলাপের পাপড়ি ছিটিয়ে অভিনন্দন জানান। এভাবে অভিনন্দন পেতে একটু অপ্রস্তুতই ছিলেন এ মেয়রপ্রার্থী।
 
মোল্লা মার্কেটের সামনে বসে ইলিয়াছ মোল্লাহ ও আনিসুল হক নির্বাচনী প্রচারণার কৌশল ঠিক করেন। এ সময় আনিসুল হক সংসদ সদস্যের উপর নিজের ক্ষোভ প্রকাশ করেন। বলেন, আপনার এলাকাসহ ঢাকা উত্তরের প্রতিটি ওয়ার্ডে আমার প্রায় ৬শ’ কর্মী কাজ করছে। তারা সব কিছুর খোঁজ-খবর নিচ্ছেন, কে কোথায় কি কাজ করছেন। আপনাদের কোনো কর্মতৎপরতা দেখছি না। আমার নির্বাচনী পোস্টারও চোখে পড়েনি। তাহলে আমার জন্য কি করছেন?
 
এ সময় সংসদ সদস্যসহ অন্যরা একটু বিব্রতবোধ করায় পরে আনিসুল হক তাদের পিঠ চাপড়ে বলেন, আপনাদের সর্তক করার জন্য বলছি। এখনো সময় আছে, সবাই মিলে কাজ করলে আমাদের সুবিধা হবে। তাই এসব বলা। আমাদের প্রতিপক্ষ কিন্তু বসে নেই।  
পরে তিনি ইলিয়াছ উদ্দিন মোল্লাহর গাড়িতে করে যান আলব্দী গ্রামে। সেখানে উৎসুক জনতা তাকে গোলাপের পাপড়ি দিয়ে অভিনন্দন জানান। প্রায় এক কিলোমিটার এলাকায় জনতা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে আনিসুল হকের উপর বৃষ্টির মতো গোলাপের পাপড়ি ছিঁটাতে থাকেন। এ সময় আনিসুল হক আওয়ামী লীগ নেতাকর্মীদের বলেন, পাপড়িতে খুশি হবো না, ভোট চাই।
 
আনিসুল হক মিরপুর এলাকায় বেলা১১টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা শেষ যাবেন গুলশান নিকেতন এলাকায়। সেখানে সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সচেতন শিল্পী সমাজের সঙ্গে ‘ক্লিন ঢাকা’ শীর্ষক ক্যাম্পেইনে যোগ দেবেন। এরপর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত গাবতলী এলাকায় পথসভার মাধ্যমে দিনের প্রচারণা শেষ করবেন।
 
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।