ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

টিকাটুলিতে মেয়রপ্রার্থী ফিরোজের গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
টিকাটুলিতে মেয়রপ্রার্থী ফিরোজের গণসংযোগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী বজলুর রশিদ ফিরোজ টিকাটুলির রাজধানী সুপার মার্কেট থেকে গণসংযোগ শুরু করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে তিনি গণসংযোগ শুরু করেন।



এরপর দয়াগঞ্জ, সায়েদাবাদ, মীর হাজিরবাগ এলাকায় গণসংযোগ করবেন বলে তিনি বাংলানিউজকে জানান।

বিকেল থেকে রাজধানীর গেন্ডারিয়া, সুত্রাপরসহ বিভিন্ন এলাকায়ও গণসংযোগ করবেন।

এর মধ্যে বিভিন্ন স্থানে চার থেকে পাঁচটি পথসভা করারও চিন্তা-ভাবনা করছেন বজলুর রশিদ ফিরোজ।
 
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্ট, এপ্রিল ১৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।