ঢাকা: বিএনপির নেতা-কর্মীরা হামলা, মামলা ও গুম-খুনের শিকার হচ্ছেন, আমি নিজেও গুমের ভয়ে অনেক কিছুই বলতে পারি না- এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।
শনিবার (১৮ এপ্রিল) সোয়া ১১টায় গাবতলীর বড়বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
এ সময় তিনি পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।
প্রচারণার সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান ও ২০ দলের নেতাকর্মীরা।
এর আগে গাবতলী থেকে নবম দিনের প্রচারণা ও গণসংযোগ শুরু করেন তাবিথ।
শনিবার গাবতলী থেকে কারমাইকেল রোড-সেকেন্ড কলোনি-গলারটেক-দারুস সালাম থানা- বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-শাহ আলী মাজার- ১ নম্বর গোলচক্কর- সনি- চিড়িয়াখানা রোড- কমার্স কলেজ- শিলবাড়ি- রূপনগর- প্রশিকা মোড়- ৬নম্বর বাজার- মিরপুর স্টেডিয়াম- মনিপুর স্কুল- ৬০ ফুট রোড- পীরের বাগ- সাউথ পাইকপাড়া- কাওসারের বাড়ি- মধ্য পাইকপাড়া- নতুনবাজার- কল্যাণপুর বাসস্ট্যান্ড- এসব রুটে গণসংযোগের পরিকল্পনা রয়েছে বলে জানান তাবিথের মিডিয়া সেল কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসকেএস/এসইউ/এএ