ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চলছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাঙালির পহেলা বৈশাখের উৎসবে নারীদের শ্লীলতাহানি করে এবং বরিশালে খ্রিস্টান চার্চের পুকুর দখল করে সাম্প্রদায়িক  সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন।

শনিবার দুপুর পৌনে একটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বরিশালে চার্চের সম্পত্তি দখল করে  আইনজীবী ভবন নির্মাণের প্রতিবাদে বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন ও জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন,পহেলা বৈশাখের উৎসবে ছাত্র নামধারী পিশাচরা যে ভাবে মা-বোনদেরকে শ্লীলতাহানি করেছে, চার্চের পুকুর রক্ষায় মানববন্ধনে হামলা করে আমার মা-বোনদের সাথে আইনজীবীরা সেই ঘটনার প্রতিফলন ঘটিয়েছে। এটা শুধু সম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যড়যন্ত্র নয়, সরকারের ভাবমূর্তিতে কালিমা লেপনের ষড়যন্ত্র।

তিনি বলেন,সরকারের মধ্যে থেকে সরকারের কাছে দাবি জানানো, এর চেয়ে দুঃখ জনক ঘটনা আর হতে পারে না। স্বাধীন দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা নতুন নয়। স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিরা সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের জন্য ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলা করেছে। এরই অংশ হিসেবে বরিশালে চার্চের পুকুর দখল করে আইনজীবী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনজীবী হয়েও তারা কি ভাবে বেআইনী কাজ করেন তা আমার বোধগম্য হয় না।

প্রতিমন্ত্রী খ্রীস্টান সম্প্রদায়কে আশ্বস্ত করে  বলেন,সরকারের সুখ,শান্তি আর উন্নয়নের সময় যারা ষড়যন্ত্র করছে তাদেরকে শনাক্ত করে বিচারের দাবি জানাবো, তাদের আইন সনদ বাতিলের দাবি জানাবো। প্রধানমন্ত্রীর কাছে আপনাদের দাবি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ষড়যন্ত্রকারীদের বিচার করবেন।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত,খ্রীস্টান এসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও,জাতীয় চার্চ পরিষদের সাধারণ সম্পাদক ডেভিড এ দাস,খ্রীস্টান এসোসিয়েশনের সহ-সভাপতি মার্কুজ গোমেজ,কোষাধ্যক্ষ জেমস সুব্রত হাজরা প্রমুখ।

বাংলাদেশ সময় ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আইএএ/এমইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।