ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মাহি যে কারণে তাবিথের কমিটিতে

আসাদ জামান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
মাহি যে কারণে তাবিথের কমিটিতে মাহি বি চৌধুরী ও তাবিথ আউয়াল

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচন পরিচালনায় গঠিত সমন্বয় কমিটিতে উত্তরের আরেক মেয়র প্রার্থী মাহি বি চৌধুরীর নাম নিয়ে নানা গুঞ্জন চলছে রাজনৈতিক পরিমণ্ডলে।
 
কেউ বলছেন শেষ মুহূর্তে এসে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের জন্য ফিল্ড ওপেন করে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন মাহি বি চৌধুরী- এমন সম্ভাবনা থেকেই বিএনপি ইচ্ছা করে তাবিথের জন্য গঠিত খসড়া কমিটিতে মাহিকে রেখেছিলো।

কেউবা বলছেন, এটা  স্রেফ ভুল।
 
তবে শনিবার (১৮ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতে মাহি বি চৌধুরী বিষয়টিকে গর্হিত কাজ হিসেবে উল্লেখ করেছেন।
 
এর আগে শুক্রবার বিকেলে (১৭ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাবিথ আউয়ালের নির্বাচন পরিচালনায় গঠিত সমন্বয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।  
 
ওই বৈঠকে প্রথম নজরে আসে ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচন পরিচালনার জন্য ব্যারিস্টার মওদুদ আহমদকে আহবায়ক করে গঠিত সমন্বয় কমিটির ১৯ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে নাম রয়েছে মাহির।
 
এ ছাড়া এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমকে।
 
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশে ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণিকেও সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
 
কমিটির সদস্য সচিব করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুকে। কমিটির আর সব কর্মকর্তার অধিকাংশই বিএনপির।
 
সূত্র জানায়, কমিটি গঠনের আগে-পরে জোট শরিকদের অনেকেই এ ব্যাপারে কিছু জানতেন না। শুক্রবার (১৭ এপ্রিল) কমিটির প্রথম বৈঠকে উপস্থিত হয়ে তারা বিষয়টি সম্পর্কে অবগত হন।
 
কিন্তু সমন্বয় সভার শুরুতেই খসড়া কমিটির তালিকায় যুগ্ম আহ্বায়ক হিসাবে মাহি বি চৌধুরীর নাম দেখে শরিক দলের নেতারা হৈ-চৈ শুরু করেন।
 
এ সময় তারা জানতে চান, একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়া সত্ত্বেও মাহি বি চৌধুরী কীভাবে তাবিথ আউয়ালের নির্বাচন পরিচালনায় গঠিত সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক হন।
 
জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাদের জানান, কমিটির খসড়া তালিকায় ভুল করে মাহি বি চৌধুরীর নাম ঢুকে গেছে। কমিটি চূড়ান্ত করার সময় ওটা সংশোধন করা হবে।
 
কিন্তু নজরুল ইসলাম খানের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি বৈঠকে উপস্থিত জোট নেতারা। তাদের মতে, আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিলের পর বিএনপির সমর্থন পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন মাহি বি চৌধুরী।
 
কিন্তু জোটের বাইরে থাকা বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহিকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার ব্যাপারে ২০ দলীয় জোটের শরিকরা ঘোর আপত্তি তোলায় শেষ পর্যন্ত বিএনপির সমর্থন পাননি তিনি। এত কিছুর পরও বিএনপির মতো একটি রাজনৈতিক দল কীভাবে এ ধরনের ভুল করে?
 
শুক্রবার সমন্বয় কমিটির বৈঠকে উপস্থিত থাকা এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বাংলানিউজকে বলেন, তাবিথের নির্বাচন পরিচালনায় গঠিত সমন্বয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মাহি বি চৌধুরীর নাম আমরা দেখেছি। সংশ্লিষ্টরা ইচ্ছা করে নামটি ঢুকিয়েছিলেন, নাকি ভুলক্রমে ঢুকে গেছে তা বলতে পারবো না। তবে একজন প্রার্থীর নির্বাচন পরিচালনায় গঠিত সমন্বয় কমিটিতে আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম থাকা উভয় পক্ষের জন্যই অস্বস্তিকর। বিষয়টি দৃষ্টিকটূও বটে।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, দলের সাবেক মহাসচিব বর্ষীয়ান রাজনীতিক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে হিসেবে এবং তরুণ প্রজন্মের কাছে মোটামুটি জনপ্রিয়তা থাকায় আব্দুল আউয়াল মিন্টুর বিকল্প হিসেবে মাহিকে চিন্তা করেছিলো বিএনপি।
 
মাহিও নিজের ফেসভেল্যু এবং জনপ্রিয়তাকে পুঁজি করে বিএনপির সমর্থন নিয়ে সিটি নির্বাচনের বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাবিথ আউয়ালকে বিএনপি সমর্থন দেওয়ায় তার সেই স্বপ্ন পূরণের পথ বন্ধ হয়ে যায়।
 
২০ দলীয় জোট সূত্রে জানা গেছে, সম্প্রতি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে তাবিথের জন্য ফিল্ড ওপেন করে দিতে প্রয়োজনীয় মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখান মাহি।
 
সে কারণেই তাবিথের নির্বাচন পরিচালনায় গঠিত ‘খসড়া’ সমন্বয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয় তাকে। তবে বিষয়টি আপাতত ফাঁস করতে চায়নি বিএনপি। কিন্ত অসাবধানতাবশত শুক্রবারের সমন্বয় সভায় খসড়া কমিটির তালিকাটি ২০ দলীয় জোট নেতাদের টেবিলে চলে আসে। গণ্ডগোলটা শুরু তখন-ই।
 
তবে এ ব্যাপারে জানতে চাইলে তাবিথের নির্বাচন পরিচালনার জন্য গঠিত সমন্বয় কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ শুক্রবার বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিও না, বলতেও চাই না।
 
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪
এজেড/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।