ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাহী বি. চৌধুরী ঢাকার উত্তরায় গণসংযোগ করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
এরপর রবীন্দ্র স্মরণী হয়ে উত্তরা ৩, ১২ ও ১৩ নম্বর সেক্টর এবং বেড়িবাঁধ হয়ে হাউজ বিল্ডিং ও নিকুঞ্জ আবাসিক এলাকার বিভিন্নস্থানে পথসভায় বক্তৃতা ও গণসংযোগ করেন মাহী।
সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ‘ঈগল’ মার্কায় তিনি ভোট চান। পরিচ্ছন্ন নগর পেতে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
** এবার রাজলক্ষ্মী মোড়ে ঝাড়ু দিলেন মাহী
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘন্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসকেএস/এসএস