ঢাকা: রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এবার ঝাড়ু হাতে নামলেন উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হক। ঝাড়ু হাতে আনিসুল হক বলেন, শুধুমাত্র একজন মেয়রের পক্ষেই ঢাকাকে পরিচ্ছন্ন করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান শুটিং ক্লাবের সামনের রাস্তায় নিয়মিত ঝাড়ুদারদের সঙ্গে ‘প্রতীকী’ পরিচ্ছন্নতাকর্মীর ভূমিকায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করলে ঢাকাকে পরিচ্ছন্ন নগরী করতে পারবো। তাই আজ প্রতীকীভাবে বোঝানোর চেষ্টা করছি শুধুমাত্র ঝাড়ুদার নয়, আমাদের সবাইকে এ কাজে সহযোগিতা করতে হবে। এটা আমার একটা প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান। আপনারা সুযোগ করে দেন যেন আমি আগামী ৫ বছর কাজ করতে পারি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মেয়রপ্রার্থী বলেন, দেশে যারা আছে তারা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের। একজন লোকও নেই যারা নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের না বলে দাবি করতে পারেন। আর যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক নয়, তার ঠাঁই এদেশে নেই। যারা আছেন তারা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে আমি মনে করি।
সচেতন শিল্পী সমাজের ব্যানারে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট সংসদ সদস্য অ্যাডভোকেট তারানা হালিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান অভিনেতা এটিএম শামসুজ্জামান, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, অভিনেতা ড. ইনামুল হক, এসকে ফিরোজ, শর্মেলী আহম্মেদ, বেলী আক্তার, তমালিকা কর্মকার, সহিদুজ্জামান সাচ্চু, আরিফ খান জয়, মুরাদ পারভেজ, শারমিন টোসি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসএম/আইএ