ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মির্জা আব্বাসের প্রচারণায় সংস্কৃতি কর্মীরা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
মির্জা আব্বাসের প্রচারণায় সংস্কৃতি কর্মীরা মির্জা আব্বাস

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা করেছেন বিএনপি সমর্থিত সংস্কৃতি কর্মীরা।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে তারা রাজধানীর টিকাটুলি এলাকা থেকে প্রচারণা শুরু করেন।

প্রচারণা চলে বেলা ৩টা পর্যন্ত।

প্রচারকারীরা রাজধানীর হাটখোলা, সায়েদাবাদ এলাকার রাজধানী সুপার মার্কেট, মৌছাক আনারকলি মার্কেট, মগবাজার এলাকার দোকানপাঠসহ বিভিন্ন মার্কেটে মগ মার্কায় ভোট চান এবং মির্জা আব্বাসের ছবি সম্বলিত পোস্টার বিলি করেন।

প্রচারণায় ছিলেন- বিএনপির সাংস্ক‍ৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সভাপতি এম এ মালেক, অভিনেতা বাবুল আহমেদ, আশরাফ উদ্দিন উজ্জ্বল, সংস্কৃতি জোটের রফিকুল ইসলাম, কণ্ঠশিল্পী মনির খান, ছড়াকার আব‍ু সালেহ, নাট্য ব্যক্তিত্ব রাহিজা খানম ঝুনু, অভিনেত্রী কেয়া চৌধুরী, সায়লা, সোহানাসহ প্রায় অর্ধশতাধিক শিল্পীরা প্রচারণায় অংশ নেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

** গোপীবাগ থেকে প্রচারণায় আফরোজা আব্বাস

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।