ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ডিএসসিসির মেয়র প্রার্থী মাসুদ কাদেরীর ইশতেহার ঘোষণা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ডিএসসিসির মেয়র প্রার্থী মাসুদ কাদেরীর ইশতেহার ঘোষণা ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ইসলামী ফ্রন্ট সমর্থিত ও সুন্নি নাগরিক ঐক্য পরিষদ মনোনীত মেয়র প্রার্থী আবু নাছের মুহাম্মদ মাসুদ হোসাইন আল কাদেরী তার ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি বাড়ি ভাড়া আইন বাস্তবায়ন ও যানজট নিরসনে সাইকেলিং ব্যবস্থা চালুসহ ডিএসসিসির উন্নয়নে ৩৯ দফা ঘোষণা করেছেন।



শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) বর্ধিত হলে সংবাদ সম্মেলন করে এ ইশতেহার ঘোষণা করেন মাসুদ কাদেরী। চরকা প্রতীকধারী এ প্রার্থীর ইশতেহার ঘোষণায় আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আবুল কালাম।

৩৯ দফা ঘোষণা করে মাসুদ কাদেরী তার ইশতেহার পাঠকালে বলেন, আমি নির্বাচিত হলে বাড়ি ভাড়া আইন বাস্তবায়ন করবো। যানজট নিরসনে রাজধানীতে সাইকেলিং ব্যবস্থা চালু করবো, প্রতিটি ক্রসিং এ প্রজাপতি গুহা নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার নির্মাণ করবো। রাস্তা-ফুটপাত-ম্যানহোল মেরামত, পরিচ্ছন্ন রাস্তা, নগরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করবো।

ইসলামী ফ্রন্ট সমর্থিত প্রার্থী এ প্রার্থী অঙ্গীকার দেন, তিনি নির্বাচিত হলে প্রতি ওয়ার্ডে উন্নত কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, অত্যাধুনিক শরীর চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা, নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই জোন চালু, প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে সুপেয় পানির ব্যবস্থা, সিটি কর্পোরেশনের মারিকানাধীন বেদখল জমি উদ্ধার, নগরীর প্রতি মোড়ে পাবলিক টয়লেট ও আধুনিক যাত্রীছাউনি নির্মাণ করা হবে।

তাই নগরবাসীর স্বপ্নের ঢাকা বাস্তবায়নে নগরবাসীর সমর্থনও কামনা করেন তিনি।

তবে মাসুদ কাদের অভিযোগ করেন, সরকার দল সমর্থিত প্রার্থীর একের পর এক আচরণবিধি লঙ্ঘনের পরও নির্বাচন কমিশনের নীরব ভূমিকা আমাদের মনের সংশয় বাড়িয়ে দিচ্ছে। আমরা চাই নির্বাচন কমিশন দলীয় এজেন্টের মত করে নয়, বরং অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করুক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম এ মোমেন, ইসলামী ফ্রন্টের সহ-সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফফর আহমাদ, অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, অর্থ সচিব এম এ মতিন, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী, ইসলামী যুবসেনা ঢাকা মহানগরের আহবায়ক ফিরোজ আলম, ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাকিম, গোলাম মাহমুদ ভূইয়া মানিক, পীরে তরিকত আল্লামা সৈয়দ ইউনুস বখশি, মাওলানা তোফায়েল আহমাদ মিজি, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ জালাল, ইসলামী ছাত্রসেনা জগন্নাথ বিশ্ববিদ্যাল শাখার সভাপতি কাউসার আহমাদ রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আইএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।