ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি মানেই ধ্বংস- জাতির যন্ত্রণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
বিএনপি মানেই ধ্বংস- জাতির যন্ত্রণা ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি মানেই ধ্বংস এবং জাতির জন্য যন্ত্রণা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের লাকসাম থেকে চিকনি আস্তানা পর্যন্ত ৬১ কিলোমিটার নবনির্মিত ডাবল লাইনের ট্রেন সার্ভিস উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।



প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশ ও জাতির কল্যাণ করে, আর বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করে। আমরা দেশের উন্নয়ন করি, তারা উন্নয়ন ব্যাহত করে। আমরা খাদ্য-বিদ্যুৎ উন্নয়ন বাড়াই, তারা তা কমিয়ে দেয়।

শেখ হাসিনা বলেন, ভূতের পা পেছনে যায় বলে কথিত ‍আছে। বিএনপিও আমাদের উন্নয়নকে এভাবে পেছনে নিয়ে যায়।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা দেশের উন্নয়ন চায় না। বিএনপি মানেই ধ্বংস, বিএনপি মানেই জাতির জন্য যন্ত্রণা।

প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে সহিংসতার কড়া সমালোচনা করে বলেন, আমরা দেশের মানুষকে খাদ্য দিচ্ছি, বিদ্যুৎ দিচ্ছি, নিরাপত্তা দিচ্ছি। তারা মানুষকে আগুনে-পেট্রোল বোমায় পুড়ে মারছে।

দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের শিক্ষার মান উন্নয়ন বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিপিএ সিস্টেম উদ্ভাবন, সেমিস্টার সিস্টেম প্রচলণসহ নিত্য-নতুন উদ্যোগ এই আওয়ামী লীগ সরকারই নিয়েছে। সারাদেশে সৃজনশীল পদ্ধতি চালু করে ছেলে মেয়েদের সৃজনশীল শিক্ষার বিকাশে বর্তমান সরকারই উদ্যোগ নিয়েছে। সামগ্রিকভাবে দেশের শিক্ষার মান উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেই।

প্রধানমন্ত্রী জানান, পর্যটন শিল্পের উন্নয়নের জন্য মিয়ানমার-চীন-ভারতের সঙ্গে রেললাইন করা হবে। বরিশালকেও রেল যোগাযোগের আওতায় আনা হবে।

বক্তব্য শুরুর আগে বিকেল ৫টা ৩৫ মিনিটে ডাবল লাইনের ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ইয়ার্ড রি-মডেলিং কাজের উদ্বোধন, লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ এবং বিদ্যমান রেললাইনকে ডুয়েল গেজে রূপান্তর কাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।

লাকসাম রেলওয়ে জংশনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক, জেলা প্রশাসক (ডিসি) হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী প্রমুখ।

** রেলের ডাবল লাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫/ ১৮২১ ঘণ্টা
আইএ/পিসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।