ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না অভিযোগ আফরোজার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না অভিযোগ আফরোজার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটি কর্পোরেশন নির্বাচন নির্দলীয় হলেও প্রশাসন নিরপেক্ষ ‍আচরণ করছে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

শনিবার (১৮ এপ্রিল) ডিএসসিসির মতিঝিলের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এলাকা রামকৃষ্ণ মিশন, গোপীবাগ, অভয়দাস লেন, হাটখোলা, গোলাপবাগসহ বেশকিছু এলাকায় গণসংযোগকালে সংবাদকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় এ অভিযোগ করেন তিনি।



আফরোজা আব্বাস অক্ষেপ করে বলেন, সিটি নির্বাচন নির্দলীয়, কিন্তু প্রশাসন আমাদের সঙ্গে নিরপেক্ষ আচরণ করছে না। একদিকে আমাদের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে বাধা সৃষ্টি করে চলছে, অন্যদিকে মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে গণসংযোগসহ নির্বাচনী কার্যক্রমে সক্রিয় হতে দিচ্ছে না। মির্জা আব্বাসের জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়ে তাকে নির্বাচনী মাঠ থেকে দূরে রাখার চক্রান্ত চলছে।

তিনি বলেন, এক সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়েছে- প্রার্থীরা গণসংযোগসহ নির্বাচনী প্রচারণায় নেমেছে। কিন্তু আদর্শ ঢাকা আন্দোলন মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে। প্রার্থীদের সমান সুযোগ সুবিধা না দিয়ে প্রশাসন যদি কোনো বিশেষ প্রার্থীকে বিশেষভাবে গুরুত্ব দেয় বা সুযোগ সুবিধা দেয়, তবে ভোটাররা বিভ্রান্ত হয়, হতাশ হয়। ভোটররা শংকিত হয় এই ভেবে যে, তারা তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে না কিংবা ভোট দিলেও ফলাফল হবে উল্টো।

নিরপেক্ষ ভোটারদের আস্থা তৈরির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আফরোজা আব্বাস বলেন, আমাদের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রমের উপর যেভাবে খবরদারি চলছে, চাপ ও হুমকি চলছে, তাতে আমরা যে শুধু হয়রান হচ্ছি তা নয়, সাধারণ সমর্থক ও ভোটাররাও হতাশ হচ্ছে। এটা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ইঙ্গিত নয়।

তিনি আরও বলেন, মির্জা আব্বাসের জনপ্রিয়তা ও জনসমর্থন একদিনে দু’দিনে তৈরি হয়নি। মির্জা আব্বাস এই নগরের সন্তান। এই নগরবাসীর সঙ্গেই তার আত্মার সম্পর্ক। নগরবাসীর সুখে-দুঃখে মির্জা আব্বাস সর্বদাই তাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।

আফরোজা আব্বাস বলেন, নির্বাচনী গণসংযোগ করতে এসে মির্জা আব্বাসের প্রতি মানুষের যে ভালোবাসা ও সমর্থন দেখেছি তাতে আমি আশাবাদী ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গণসংযোগকালে আফরোজা আব্বাস ভোটারদের বাড়ি বাড়ি যান এবং ভোটারদের হাতে লিফলেট দিয়ে মির্জা আব্বাসের জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদীর লুনা, জাহাঙ্গীর আলম মিন্টু, গীতিকার নাহিদ নজরুল, মেহেদী হাসান লিটু, আনিসুর রহমান টিপু, আকতার হোসেন রিপন, কায়সার আপেল প্রমুখ।

গণসংযোগে অংশ নিতে সকালে বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃকিত সম্পাদক গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের নেতৃত্বে কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মির্জা আব্বাসের বাসায় আসেন।

এদের মধ্যে ছিলেন চিত্রনায়ক উজ্জল, জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, ছড়াকার আবু সালেহ, অভিনেতা বাবুল আহমেদ, জাসাস নেতা রফিকুল ইসলাম, সালাউদ্দিন ভূইয়া শিশির, জাকির হোসেন রোকন, সীবাশানু, জিসাস নেতা আবুল হাসেম রানা, নৃত্য ব্যক্তিত্ব রাহিজা খানম ঝুনু, সংগীতশিল্পী ইথুন বাবু, হাসান চৌধুরী, অভিনেত্রী কেয়া চৌধুরী, অভিনেত্রী শায়লা, অভিনেত্রী সোহানা, শিল্পী রহমান, আসমা আজিজ, শাবিনা, অভিনেতা আমির হোসেন, আব্দুল মতিন জনি, সেলিনা বেগম,  হোসনে আরা নাজ, শাহীনুর আবেদীন প্রমুখ।

তারা কর্ণফুলী গার্ডেন সিটি, শান্তিনগর বাজার, বেইলী রোড, আনারকলি মার্কেট, মৌচাক মার্কেটসহ বেশ কিছু এলাকায় গণসংযোগ করেন।

এছাড়া, ডিএসসিসির ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডে মির্জা আব্বাসের ছোট বোন মহিলা দল নেত্রী ইসরাত মির্জা খুশীর নেতৃত্বে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়।

আর যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল খালেক ও দফতর সম্পাদক কাজী রফিকের নেতৃত্বে টিকাটুলি, গোপীবাগ, কমলাপুর, আরামবাগ, ফকিরপুল ও মতিঝিল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় আ. জব্বার, মজিবুর রহমান, মো. সরোয়ার হোসেন, আব্দুল ওয়াহাব, মাইনুদ্দিন মজুমদার, রফিকুল হকসহ কেন্দ্রীয় যুবদল নেতারা উপস্থিত ছিলেন।

বাসাবো, মতিঝিল এজিবি কলোনিস ৪ ও ১০ নং ওয়ার্ডে প্রচারাভিযান ও লিফলেট বিতরণ করে যুবদল ঢাকা মহানগরের ১০০ জন নেতাকর্মীর সমন্বয়ে গঠিত সাতটি টিম।

রোববার (১৯ এপ্রিল) ঝিগাতলা সালেক গার্ডেন প্রাঙ্গণ এলাকা, মনেশ্বর রোড, হাজারীবাগ, রায়েরবাজার, হাইস্কুল, ধানমন্ডি আবাসিক এলাকা ও নিউমার্কেট এলাকায় প্রচারণা চালাবেন আফরোজা আব্বাস।

কাউন্সিলর প্রার্থী আনুর বাসায় তল্লাশির নিন্দা
শুক্রবার (১৭ এপ্রিল) দিনগত রাতে ৯ নং ওয়ার্ডের আদর্শ ঢাকা আন্দোলন মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন আনুর বাসায় দু’বার সাদা পোশাকধারী পুলিশের তল্লাশি ও হয়রানির অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন আফরোজা আব্বাস ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বাংলাদশে সময়: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।