ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনীতির ক্ষেত্রে সম্প্রীতির অভাব প্রকট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
রাজনীতির ক্ষেত্রে সম্প্রীতির অভাব প্রকট ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান রাজনীতির ক্ষেত্রে সম্প্রীতির অভাব প্রকট আকার ধারন করেছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন  কমিশনার বিচারপতি আব্দুর রউফ।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সর্বধর্মীয় সম্প্রীতি সভার ২য় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন,  খারাপ আইন প্রণয়ন আর রাজনৈতিক ক্ষেত্রে শৃঙ্খলাবোধের অভাবে দেশে হাজার বছরের লালিত ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আজ হুমকির হুন্মুধীন। সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি হচ্ছে সবচেয়ে বড় কামনা।

পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সামিনা মেহতাব বলেন, আমরা সকল ধর্মের লোকই এক আদম এবং হাওয়ার সন্তান, সুতরাং আমরা সবাই এক মানব পরিবারের সদস্য। আমাদের মধ্যে সম্প্রীতি বজয় রাখা খুবই জরুরি, যা ভ্রাতৃত্ববোধের পরিচায়ক।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের বলেন, জন্ম জন্মাতরে শুদ্ধি লাভ এবং সৃষ্টিকর্তার ধ্যান হচ্ছে সকল শান্তির চাবিকাঠি। ত্রিপিটক, কোরআন, বাইবেল, গীতা সহ সব ধর্মগ্রন্থে মানুষের সম্মান প্রদান এবং অন্যায় বিবেকহীনতার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে থাকার শিক্ষা দেয়। আমরা বন্ধুতা, ভ্রাতৃত্ব চাই এবং সকল ধর্মের নিরবিচ্ছিন্ন চর্চার সুষ্ঠু পরিবেশ সংরক্ষিত হোক এটাই কামনা করি।

সর্বধর্মীয় সম্প্রীতি সভা’র চেয়ারম্যান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সামিনা মেহতাব, রাশিয়ান এ্যামবাসির ফার্স্ট সেক্রেটারি এন্ড্রে ব্যানকায়েভ, ইরানি এ্যামবাসির প্রেস অফিসার মো. বেলাল হোসাইন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের, আর্চবিশপ প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি, ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের সহকারী মহাসচিব স্বামী গুরু সেবানন্দ, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস ইন বংলাদেশের ডেপুটি হেড অফ ডেলিগেশন মি. দার্কো জর্দানভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. আনিসুজ্জামান, বাংলাদেশ আন্তঃধর্মীয় সংগঠনের সাধারণ সম্পাদক ব্রাদার জারলাথ ডি সুজা, বিশিষ্ট সংগঠক ও কবি আল মুজাহিদী, কর্নেল আশরাফ আল দ্বীন, ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কো-চেয়ারম্যান প্রফেসর ড. সুকমোল বড়ুয়া, লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.) প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১৮,২০১৫
আইএএ/ইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।