ঢাকা: রাজনৈতিক দল বিবেচনায় না নিয়ে প্রার্থীর যোগ্যতা যাচাই করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হক।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকায় গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
আনিসুল হক বলেন, আমি যে দল থেকে সমর্থিত হয়েছি সে দলের সঙ্গে আপনাদের বিরোধ থাকতে পারে। আমি বলব, রাজনৈতিক বিবেচনা করবেন না। আপনাদের সমস্যা সমাধানে যোগ্য প্রার্থীকেই আপনারা নির্বাচিত করবেন।
সরকারের সঙ্গে যার ভালো সম্পর্ক, মেয়র হিসেবে সেই লোকই ভালো কাজ করতে পারবে মন্তব্য করে তিনি বলেন, ২৮ তারিখে আপনাদের একজন মেয়র নির্বাচন করতেই হবে। আমরা যারা মেয়রপ্রার্থী, সবাই আপনাদের কাছে আসার চেষ্টা করছি। তাই আপনারা সিদ্ধান্ত নেবেন কাকে নির্বাচিত করবেন।
আনিসুল হক বলেন, যারা রাজনীতি করেন, নির্বাচন এলে ভোটের জন্য তারা আপনাদের কাছে হাতজোড় করেন। এটাই আপনাদের শক্তি। রাজনীতিবিদরা এটাকে ভয় পায়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ, ঢাকা উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ প্রমুখ।
এরপর মিরপুর সেকশন-১ এর ডি ব্লকে অপর একটি পথসভায় অংশ নেন আনিসুল। সেখানে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসএস/আরএম/আরআই