ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মেয়র প্রার্থীর জন্য চরমোনাই পীরের গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
মেয়র প্রার্থীর জন্য চরমোনাই পীরের গণসংযোগ ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দল সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থীর জন্য গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম(চরমোনাই পীর)।

শনিবার(১৮ এপ্রিল’২০১৫) বিকেল সাড়ে ৩টায় তিনি একটি ট্রাকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে থেকে গণসংযোগ শুরু করেন।

পল্টনে সন্ধ্যা ৬টার দিকে তা শেষ হয়।

এসময় ইসলামী আন্দোলন সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী আলহাজ আবদুর রহমান উপস্থিত ছিলেন।

গণসংযোগটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে জাতীয় প্রেসক্লাব,বঙ্গবাজার, আলাউদ্দিন রোড, নয়াবাজার, ইংলিশ রোড, ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট টার্মিনাল, ইসলামপুর, বাবুবাজার ব্রিজ,তাঁতীবাজার, বংশাল রোড, গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট হয়ে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে দিয়ে পল্টনে এসে শেষ হয়।

গণসংযোগের সময় চরমোনাই পীর ঢাকা দক্ষিণের ভোটারদের কাছে তার দল সমর্থিত মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং তাদের কাছে ভোট চান। গণসংযোগের পাশাপাশি তিনি বায়তুল মোকাররমের উত্তর গেট, প্রেসক্লাব, তাঁতীবাজার ও ভিক্টোরিয়া পার্কের সামনে পথসভাও করেন।
 
প্রেসক্লাবে এক পথ সভায় চরমোনাই পীর সাহেব বলেন, দেশ স্বাধীন হয়েছে প্রায় ৪৪ বছর হলো। এ সময়ে যারাই শাসন করেছে তাদের থেকে জনগণ শান্তি পায় নি। তাই এ অবস্থার পরিবর্তন দরকার।
 
আর এই পরিবর্তনের জন্যই একজন সৎ,যোগ্য ও আল্লাহ ভীরু প্রার্থী দরকার । কারণ আল্লাহ ভীরু মানুষ দুর্নীতি করতে পারে না। মানুষের ওপর জুলুম করতে পারে না। ওয়াদা ভঙ্গ করে না। আমরা আমাদের দল থেকে এমনই একজন প্রার্থীকে দাঁড় করিয়েছি। এখন শুধু আপনাদের কাছে ভোট চাই।   আপনারা আবদুর রহমানকে ‘ফ্লাক্স’ প্রতীকে ভোট দিয়ে জয়যু্ক্ত করুন।
 
পথসভায় আলহাজ আবদুর রহমান বলেন, আমার নির্বাচনী ইশতেহারে ২৯টি প্রতিশ্রুতি দিয়েছি। যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো। সর্বপ্র্রথম সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করে শান্তির নগরী গড়ে তুলবো।
 
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন,ঢাকা মহানগর সভাপতি এ.টি.এম হেমায়েত উদ্দিন,কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম,ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি হারুনুর রশীদ, ঢাকা মহানগরের প্রচার সম্পাদক সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ১৮,২০১৫
এলকে/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।