ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ভোটের মাঠে নেতিবাচক রাজনীতি বর্জনের আহবান খালেদার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
ভোটের মাঠে নেতিবাচক রাজনীতি বর্জনের আহবান খালেদার

ঢাকা: যারা নেতিবাচক রাজনীতি করে তাদের বর্জন করে আসন্ন সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নির্বাচনী প্রচারণায় নেমে শনিবার সন্ধ্যায় হাতিঝিলের গুলশান ১ নম্বর লাগোয়া ব্রিজের কাছে দাঁড়িয়ে তিনি এ আহবান জানান।



তাবিথের পক্ষে ভোট চেয়ে খালেদা জিয়া বলেন, আমরা ইতিবাচক রাজনীতি করি। তাই তরুণদের বেছে নিয়েছি। যারা নেতিবাচক রাজনীতি করে তাদের বর্জন করে আমাদের তরুণ প্রার্থীকে ভোট দিন।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে গুলশানে নিজের বাসা থেকে বের হন খালেদা জিয়া। মিনিট দশেকের মধ্যেই তিনি হাজির হন গুলশান ২ নম্বরে পিংকসিটি মার্কেটে। সেখান থেকে বেরিয়ে গুলশান ১ নম্বরে সিটি করপোরেশন মার্কেটে যান তিনি।

উভয় স্থানেই ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চান খালেদা জিয়া। দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন নিজ হাতে।

সিটি মার্কেট থেকে বেরিয়ে সেখানকারই নাভানা শপিং কমপ্লেক্সে লিফলেট বিতরণ করেন বিএনপি প্রধ‍ান। এরপর তিনি বাড্ডার উদ্দেশ্যে রওয়ানা হন। উত্তর বাড্ডা হয়ে নতুনবাজার ঘুরে ফের গুলশান ২ নম্বরে ডিসিসি মার্কেটে আসেন। সেখান থেকে বনানী সুপার মার্কেট হয়ে বনানী ১১ নম্বরে আসে খালেদার গাড়ি বহর। পথে তার বহরের কর্মীরা লিফলেট বিতরণ করেন। খালেদা জিয়া গাড়ির মধ্যে বসে থেকে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। তবে মার্কেটগুলোতে নেমে ব্যবসায়ীদের খোঁজখবর নেন তিনি।

বনানী ১১ নম্বরে তার বহরে যোগ দেন বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।  

বনানী থেকে মহাখালী ফ্লাইওভারের কাছে কাঁচাবাজারে গিয়ে জনসংযোগ চালান খালেদা জিয়া। এরপর মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে নেমে কাউন্টারে থাকা পরিবহন শ্রমিক ও যাত্রীদের হাতে লিফলেট ধরিয়ে দেন তিনি।

মহাখালী থেকে খালেদা জিয়া যান তেজগাঁও কলোনিবাজার হকার্স মার্কেটে। এরপর হাতিরঝিল হয়ে রামপুরায় তাবিথের পক্ষে প্রচারণা চালিয়ে তিনি যান মগবাজারের দিকে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এজেড/জেএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।