ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মিরপুরে জোনায়েদ সাকির গণসংযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
মিরপুরে জোনায়েদ সাকির গণসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সব ধরনের মানুষ যাতে নিরাপদে থাকতে পারে সে রকম একটি নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মিরপুর এলাকায় নির্বাচনী প্রচার চালিয়েছেন ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ আবদুর রহিম সাকি।  

শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী মিরপুর বেনারসি পল্লিসহ বেশ কিছু এলাকায় গণসংযোগে অংশ নিয়ে ভোটারদের কাছে তার এ প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।



সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরের জল্লাদখানা বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের শহীদর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের জনসংযোগ কর্মসূচি সূচনা করেন জোনায়েদ সাকি।


এরপর তিনি মিরপুরের জামদানি পল্লী, ব্লক-ডি, ব্লক-ই, মুসলিম বাজারসহ মিরপুরের এ অংশের অলিতে-গলিতে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন। মানুষের কাছে ভোট চান। বেনারসি পল্লী থেকে ১১ নম্বর বাজার, মিরপুর বিহারী ক্যম্প, কালসিতেও গণসংযোগ করেন সাকি।

এ সময় সাকি বলেন, আগামীর ঢাকা চাই নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবক সব শ্রেণি-পোশার মানুষের জন্য অর্থবহ একটি নগরী। যেখানে প্রত্যেকে নিরাপদে থাকবে।

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাশে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে নারীর শ্লীলতাহানীর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যেভাবে নারীদের যৌন হয়রানি করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য ঘটনা আর ঘটবে না তা নিশ্চিত করতে হবে। একটি নিরাপদ নগরী আমরা গড়ে তুলতে চাই।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।