ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে বিএনপি প্রধানের গুলশানের বাসভবনে গিয়ে এ বৈঠকে বসেন তিনি।
সূত্র জানিয়েছে, আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন, এতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থীদের অংশগ্রহণ ও তাদের বিজয়ী করার বিভিন্ন বিষয়ে আলাপ করছেন খালেদা জিয়া ও অলি আহমদ।
রাত সাড়ে ১০টার দিকে বৈঠকে শেষ বিএনপি প্রধানের বাসভবন থেকে বের হয়ে যান তিনি।
বৈঠকে আলোচনার বিষয়ে জানতে অলি আহমদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫ আপডেট সময়: ২৩০২ ঘণ্টা.
এমএম/এইচএ/এটি/