ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় শ্রমিকদলের যুগ্ম সম্পাদক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
বগুড়ায় শ্রমিকদলের যুগ্ম সম্পাদক গ্রেফতার ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে ভাংচুর ও নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলা সদরের গোদারপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

 

শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতাসহ তার বিরুদ্ধে কমপক্ষে ১৫টি মামলা রয়েছে।

বগুড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গোপন ও নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ বিকেল ৪টার দিকে গোদারপাড়া বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, এপ্রিল  ১৮, ২০১৫
এসএস
       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।