পাবনা: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন বিএনপির ২ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সাড়ে ৫টায় পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশ পাড়া মোড়ে আয়োজিত এক সভায় তারা যোগদান করেন।
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
সভায় চরতারাপুর ইউনিয়নের পূর্ব টাটীপাড়া গ্রামের বিএনপি নেতা আব্দুল আজিজ বিশ্বাস ও তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ২ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এসময় সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা সরদার মিঠু আহমেদ, জেলা যুবলীগ সভাপতি শরীফ উদ্দিন প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সুইট, আওয়ামীলীগ নেতা শেখ রাসেল আলী, কামরুজ্জামান রকি ও হিরোক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮,২০১৫
পিসি/