ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড়ে শিবিরের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
পঞ্চগড়ে শিবিরের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২ প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড় জেলা শিবিরের সাধারণ সম্পাদক মো. তোফায়েল প্রধান (২৯) ও দফতর সম্পাদক আমিরুল হাসানকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টায় শহরের জালাসী মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেফতার তোফায়েল সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকার মৃত আকবর আলীর ছেলে ও আমিরুল হাড়িভাষা ইউনিয়নের ভূষিপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তোফায়েলের নামে গাড়ি পোড়ানোসহ ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং আমিরুল হাসানের নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।