ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হকের নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন এলাকায় ১৪টি নির্বাচনী ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডেই আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পগুলো থেকেও চালানো হচ্ছে প্রচারণা।
আওয়ামী লীগের কর্মীরা নিজ নিজ এলাকায় দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার সময় মেয়র প্রার্থীর জন্যও ভোট চাচ্ছেন।
আনিসুল হকের ১৪টি নির্বাচনী ক্যাম্পের মধ্যে মিরপুর-১ নম্বর, ১৪ নম্বর, গাবতলী, বড়বাগসহ মিরপুর এলাকায় ৬টি ক্যাম্প করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি উত্তরা-৩ নম্বর সেক্টরে একটি ক্যাম্প রয়েছে। এই সাতটি ছাড়াও আরও সাতটি মোট ১৪টি ক্যাম্প রয়েছে বলে আনিসুল হকের নির্বাচনী প্রচারের মিডিয়া সমন্বয়ক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন।
উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, এই ক্যাম্পগুলো ছাড়াও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরদের ক্যাম্পগুলোও মেয়র প্রার্থী আনিসুল হকের ক্যাম্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখান থেকে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট-পোস্টার ও কাগজে ভোটার নম্বর লিখে ভোটারদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।
শ্যামলী এলাকায় আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমানের (তুহিন) নির্বাচনী ক্যাম্পেই চালানো হচ্ছে মেয়র প্রার্থী প্রচারণা। একইভাবে প্রতিটি ওয়ার্ডিই চলছে প্রচার কাজ।
মিরপুর-১২ আলব্দী এলাকায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মো. রজ্জব আলীর ক্যাম্প থেকেই চালানো হচ্ছে আনিসুল হকের প্রচারণা।
আলব্দী এলাকার বাসিন্দা মো. সেকান্দার আলী (৫০) বাংলানিউজকে জানান, এই এলাকায় রজ্জব আলীর দুইটি ক্যাম্প আছে, এখানেই আনিসুল হকের লোকরা বসেন এবং লিফলেট-পোস্টার বিতরণ করেন। এছাড়া বিকেল হলে সবাই ক্যাম্প অফিসে বসে ভোটারদের নম্বর ও তালিকা প্রস্তুত করেন।
অন্যদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের মূল নির্বাচনী অফিস লিংক রোডের রেগনাম টাওয়ার এবং সোনারগাঁও রোডের হক টাওয়ার। সেখান থেকেই চলছে প্রচার কাজ। এখন পর্যন্ত তাবিথ আওয়ালের এলাকা ভিত্তিক নির্বাচনী ক্যাম্প করা হয়নি বলে জানা গেছে। কোথাও কোথাও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বাসার নীচেই বসানো হয়েছে নির্বাচনী ক্যাম্প অফিস। তবে আনিসুল হকের তুলানায় তা খুবই কম।
তাবিথ আওয়ালের মূল নির্বাচনী ক্যাম্প অফিসের পাশাপাশি খুব শিগগিরই আরও কিছু ক্যাম্প অফিস স্থাপন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আদাবর এলাকায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রাথী হাজী আবুল হাসেমের বাড়িতে। আদাবর ৬ নম্বর রোডে নিজ বাসার নীচেই প্রচার ক্যাম্প অফিস বসিয়েছেন আবুল হাসেম। এখান থেকেই চালানো হচ্ছে তাবিথ আওয়ায়ের প্রচারণা।
এদিকে উত্তর সিটি করপোরেশন এলাকার মিরপুর, গুলশান, মোহাম্মদপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দোকানপাঠ, ব্যবসা প্রতিষ্ঠান থেকেই যে যার মতো করে প্রচারণা চালাচ্ছেন।
মিরপুর-১২ নম্বর সেক্টরে মোল্লা মার্কেটের সামনে স্থানীয় গোলাম মওয়ালের কাছে ওই এলাকার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প কোথায় জানতে চাওয়ার হলে তিনি বাংলানিউজকে বলেন, তাদের নির্বাচনী ক্যাম্প রয়েছে কিনা তা তিনি জানেন না।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘন্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসকে/এসএম/এটি/