ঢাকা: বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে রোববার রাজধানীর জিগাতলা থেকে প্রচারণা ও গণসংযোগ শুরু করবেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টায় জিগাতলা সালেক গার্ডেন থেকে গণসংযোগ শুরু করে তিনি হাজারীবাগ মণেশ্বর রোড হয়ে বেলা সাড়ে ১১টার দিকে রায়ের বাজার হাই স্কুল এলাকায় যাবেন।
অন্যদিকে বিএনপি সমর্থিত ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করবেন আগারগাঁও থেকে।
এদিন সকাল ১০টা থেকে আগারগাঁও হয়ে তালতলা বাসস্ট্যান্ড, কাফরুল, শেওড়া পাড়া, কাজীপাড়া, সেনপাড়া, মাতবরের পুকুরপাড়, অরবিটের গলি, ইব্রাহিমপুর পাকার মাথা বাজার, ১৪ নম্বর সরকারি কলোনি, পুলিশ ব্যাটেলিয়ান কলোনি, মিরপুর-১৩ নম্বর সেক্টর, ঝুটপট্টি, বেনারসী পল্লী, মিরপুর-১১ নম্বর কাঁচা বাজার, কালশী, সাংবাদিক কলোনি, পল্লবী প্লাজা, দুয়ারীপাড়া, ইস্টার্ন হাউজিং, ৬০ ফুট রাস্তা এবং রূপনগর এলাকায় প্রচারণা ও গণসংযোগ চালাবেন তিনি।
দলীয় সূত্র বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এমএম/এটি/