ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়য়প্রার্থী সাঈদ খোকনের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নামবেন তার স্ত্রী ফারহানা সাঈদ।
রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর থেকে প্রচারণা ও গণসংযোগ শুরু করবেন তিনি।
সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী সুমন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে, সকাল সাড়ে ১০টা থেকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালাবেন সাঈদ খোকন। সকালের সেশনে তিনি ধোলাইখাল ও সূত্রাপুর এলাকায় এবং বিকেলের সেশনে মতিঝিল থানা এলাকার ১০, ১১ এবং ১২ নং ওয়ার্ডে প্রচারণা ও গণসংযোগ চালাবেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী চলতি মাসের ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫ আপডেট ০৯৩৫ ঘণ্টা
এসইউজে/এটি/টিআই