ঢাকা: অন্যান্য দিনের মতো রোববারও সকাল থেকে নির্বাচনী প্রচারণায় নামছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় মিরপুর সরকারি বাঙলা কলেজ থেকে প্রচারণা ও গণসংযোগ শুরু করবেন আওয়ামী লীগ সমর্থিত এ প্রার্থী।
সকালে প্রচারণায় বাঙলা কলেজ, পাইকাপাড়া, টোলারবাগ, আনসার ক্যাম্প, টেকনিক্যাল এলাকায় গণসংযোগ করবেন, এরপর বিকেল ৪টায় মিরপুর কাফরুল এলাকায় গণসংযোগে নামবেন আনিসুল হক। সেখান থেকে বিকেল ৫টায় রূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গনসংযোগ চালিয়ে যাবেন মিরপুর-১ নম্বর সেক্টরে।
সেখানে সন্ধ্যায় সাড়ে ৬টায় মরহুম মোশারফ হোসেনের স্মরণসভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে দিনের প্রচারণা শেষ করবেন তিনি।
দলীয় সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসএম/এটি