ঢাকা: আগারগাঁও এলাকা থেকে দশম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
রোববার (১৯ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে তিনি মাঠে নামেন।
প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তাবিথ আউয়াল বলেন, আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছি।
এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ও জনগণের ভোটাধিকার সুরক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আগারগাঁওয়ের তালতলা থেকে কাজীপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় যাওয়ার কথা রয়েছে তার।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
তাবারুল/এসইউ/জেডএম