ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ১৩তম দিনের প্রচারণায় নামলেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জিগাতলা এলাকা থেকে এ প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি।
প্রচারণায় আফরোজা আব্বাসের সঙ্গে সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, মহিলাদল নেত্রী ফরিদা আক্তার, সাহানা আক্তারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আছেন।
জিগাতলার পর তিনি হাজারীবাগ ও রায়েরবাগের বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন। এরপর দুপুরে নিউমার্কেট এলাকায় প্রচারণায় নামবেন আফরোজা আব্বাস।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এমএম/আরএম/