ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সমর্থনের ক্ষেত্রে আবারও মত পাল্টালো বিএনপি।
শর্মিলা ইমামের পরিবর্তে অবশেষে শেখ আমির হোসেন আমিরকেই সমর্থন দিল দলটি।
রোববার (১৯ এপ্রিল) বিএনপি সূত্রে এ খবর জানা গেছে।
এর আগে, বিএনপি তাদের সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠায়। সেখানে ঢাকা উত্তর ৩৫ নং ওয়ার্ডে আমির হোসেন আমিরের পরিবর্তে বিএনপি তাদের সমর্থিত প্রার্থী হিসেবে শর্মিলা ইমামের নাম প্রকাশ করে।
এ ওয়ার্ডে বিএনপি প্রথমে আমির হোসের আমিরকে সমর্থন দিয়েছিল।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এমএম/আরএম/