ঢাকা: বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া মাঠে নামায় বাড়তি চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।
রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টায় মিরপুরের পাইকপাড়া নতুনবাজার এলাকায় গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, প্রচারণায় কে নামলো তা জরুরি নয়। বেশি যোগ্য প্রার্থীকেই ভোট দেবে জনগণ।
আনিসুল হক আরও বলেন, জনগণের সমস্যা সমাধানে যে পাশে থাকবে জনগণ তাকেই ভোট দেবে। সে বিবেচনায় আমি এগিয়ে আছি। আমার বিশ্বাস জনগণ ভুল করবে না।
এ সময় তার সঙ্গে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের অনেকেই স্লোগান দেওয়ার চেষ্টা করলে আনিসুল হকের পক্ষ থেকে নিষেধ করা হয়।
সকালে মিরপুর বাংলা কলেজ এলাকা থেকে এ গণসংযোগ শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসকে/এসইউ/জেডএম