ঢাকা: আওয়ামী লীগ সমর্থিত ঢাকা উত্তর সিটি নির্বাচনের মেয়রপ্রার্থী আনিসুল হককে সমর্থন জানিয়েছে ৫২টি গার্মেন্টস শ্রমিকদের সংগঠন-গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আনিসুল হককে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-সংগঠনের যুগ্ম-আহ্বায়ক জেড এম কামরুল আনাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা যারা গার্মেন্টস শিল্পের সাঙ্গে যুক্ত আছি। তারা অনেকদিন থেকেই একজন অভিভাবক খুঁজছি। অতীতের ইতিহাস যাচাই করে দেখেছি আমাদের জন্য আনিসুল হকের কোনো বিকল্প নেই। তাই আমরা ঢাকা উত্তরে আনিসুল হককে বেছে নিয়েছি।
‘আমার ভোট আমি দেবো, যোগ্য প্রার্থী দেখে দিবো’ এই স্লোগানকে সামনে রেখে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ আনিসুল হককে সমর্থন জানাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে আনিসুল হকের কাছে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-গার্মেন্টস শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে আবাসন সমস্যার সমাধান, বাড়িভাড়া নিয়ন্ত্রণে রাখা, রেশনিং প্রথা পুনরায় চালু করা, সব শ্রমিকদের জীবনবীমা নিশ্চিত করা, প্রভিডেন্ট ফান্ড চালু করা, আধুনিক ডে কেয়ার সেন্টার তৈরি, শিশু বিদ্যালয় স্থাপন, শ্রমিককল্যাণ তহবিল ফান্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং দুর্ঘটনার শিকার গার্মেন্টস শ্রমিকদের সহায়তা দেওয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়-ওই সংগঠনটির আহ্বায়ক নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি।
এ সময় সেখানে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক লীমা ফেরদৌসসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আনিসুল হক ‘টেবিল ঘড়ি’ প্রতীক নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এলকে/পিয়াস/টিআই