ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকাবাসী জঙ্গি নাশকতার জবাব দেবে ব্যালটে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
ঢাকাবাসী জঙ্গি নাশকতার জবাব দেবে ব্যালটে তোফায়েল আহমেদ / ফাইল ফটো

ঢাকা: ২০ দলীয় জোটের তিন মাসের লাগাতার অবরোধ ও হরতালে চালানো জঙ্গি নাশকতার জবাব ঢাকাবাসী সিটি করপোরেশন নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াংয়ের সঙ্গে বৈঠক শেষে খালেদা জিয়া মেয়র প্রার্থীদের জন্য ভোট চাইছেন এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে এ মন্তব্য করেন মন্ত্রী।



তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেত্রী (খালেদা জিয়া) গত সংসদ নির্বাচনে না গিয়ে ভুল করেছেন। ৯২ দিন পর ঠিকইতো তিনি গুলশান কার্যালয় থেকে বের হয়েছেন। আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন। জামিন নিয়ে বাসায় ফিরেছেন, দলীয় কার্যালয়ে গিয়েছেন। এখন রাস্তায় রাস্তায় গণসংযোগ করে বেড়াচ্ছেন। কিন্তু বার্ন ইউনিটের কান্না থামেনি।

বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষ হত্যা, ব্যবসায়ীদের চরম ক্ষতি করা ও জঙ্গি নাশকতার জবাব ঢাকাবাসী ব্যালটের মাধ্যমে দেবে- বলেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল বলেন, গত তিন মাস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে অবস্থায় ছিল এতে কোনো দেশ বিনিয়োগ করতে চায়নি। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। চীনের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিনিযোগ করতে আগ্রহী।
 
চীন বাংলাদেশে ২৫০টি গার্মেন্টস কারখানা করতে চায়। এজন্য একটি জায়গা চেয়েছে। সেখানে কাজের সুযোগ পাবেন আড়াই লাখ শ্রমিক।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ১৭টি স্পেশাল ইকোনমিক জোন স্থাপন করা হবে। চীনকে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য একটি স্পেশাল ইকোনমিক জোন দেওয়া হবে। এ বিষয়ে গত বছরের জুনে প্রধানমন্ত্রী চীনে গিয়ে চুক্তি সম্পন্ন করেছেন।

তোফায়েল আহমেদ বলেন, চীন আমাদের পুরোনো বন্ধুপ্রতীম দেশ। তারা বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক কাজে অংশীদার হতে চায়। তাদের আগ্রহকে কাজে লাগাতে চাই। শাহজালাল সার কারখানা হচ্ছে, সেখানেও চীন অর্থায়ন করছে। একনেকে অনুমোদন হলেই পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার স্থায়ী স্থাপনা নির্মাণে চীন অর্থায়ন করবে।
 
বাংলাদেশের ১ নম্বর ব্যবসায়িক অংশীদার চীনের ৪০তম রিপাবলিক ডে উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশে এলে কর্ণফুলী টানেলের উদ্বোধন করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
 
এর আগে স্বচ্ছতা, জবাবিদহিতা এবং সুশাসন নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ছয়টি দফতরের সঙ্গে এক বছরের জন্য কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসই/আরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।