ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সেনা মোতায়েন নিয়ে ইসির বৈঠক চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
সেনা মোতায়েন নিয়ে ইসির বৈঠক চলছে

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে কি-না এ বিষয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।



নির্বাচন কমিশনের এক উপ-সচিব নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে জানান, সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে কি-না, বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।

এর আগে রোববার (১৯ এপ্রিল) আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সেনা মোতায়েন বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করেপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ইইউডি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।