ঢাকা: মেয়র হলে সমাজে অব্যাহতভাবে কন্যাশিশু নিপীড়নের প্রতিকার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সিটি নির্বাচনে উত্তরের প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, সমাজে ৯ বছরের নিচে বয়স, এমন তিনজনে একজন কন্যাশিশু নিপীড়নের শিকার হন।
সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে একটি পত্রিকা অফিসে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
‘আমি যদি মেয়র হই’ শিরোনামের এই বৈঠকে মাহী বলেন, সবারই পরিকল্পনা অনেক সুন্দর। মেয়র কিন্তু একজনই হবেন। তাই সবাইকে নিয়েই কাজ করতে হবে।
একটি ‘প্রজন্ম বাংলাদেশ’ ও ‘প্রজন্মের শহর’ গড়ার প্রতিশ্রুতি দেন মাহী বি. চৌধুরী।
এতে অংশ নেন-নগর পরিকল্পনাবিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, বুয়েট’র নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারওয়ার জাহান, উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক, তাবিথ আউয়াল, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আবদুল্লাহ আল ক্বাফী ও দক্ষিণের প্রার্থী সাঈদ খোকন।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসকেএস/এসইউজে/জেডএম