ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

আবারো সরে গেলো খালেদার নিরাপত্তায় পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
আবারো সরে গেলো খালেদার নিরাপত্তায় পুলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়‍ার বাসার সামনে থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের আবারো সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গত ১ মার্চ সরিয়ে নিয়ে ৫ এপ্রিল তাদের দায়িত্বে দেওয়া হয়।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাতটায় ফের তাদের সরিয়ে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সাতজন সদস্য এখানে দায়িত্বে ছিলেন। সকাল সাতটার দিকে তাদের সরিয়ে নেওয়া হয়।

কেনো সরিয়ে নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে কোনো কারণ জানা নেই।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসকেএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।