ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের আবারো সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গত ১ মার্চ সরিয়ে নিয়ে ৫ এপ্রিল তাদের দায়িত্বে দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সাতজন সদস্য এখানে দায়িত্বে ছিলেন। সকাল সাতটার দিকে তাদের সরিয়ে নেওয়া হয়।
কেনো সরিয়ে নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে কোনো কারণ জানা নেই।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসকেএস/জেডএস