ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন কার্যালয়ে এক বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশনার এ তথ্য জানান।
সাংবাদিকদের তিনি বলেন, সেনা মোতায়েনের বিষয়ে সশস্ত্র বাহিনীকে চিঠি পাঠানোর জন্য ফাইল প্রস্তুত করা হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ নির্বাচন কমিশনারের ইতিবাচক মতামত পেলেই চিঠি পাঠানো হবে।
সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এবং অন্য চার নির্বাচন কমিশনারের মধ্যে বৈঠকে এমন সিন্ধান্ত হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।
এর আগে রোববার (১৯ এপ্রিল) আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সেনা মোতায়েন বিষয়ে বৈঠক হয়।
খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে নির্বাচন কমিশন জানায়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করেপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ইইউডি/টিআই/জেডএম