ঢাকা: জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের মগ প্রতীকের এজেন্টদের লিফলেট বিতরণকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে ।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবের ভিআইপি লাইঞ্জে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
দুপুর ১২টার শুরু হওয়া সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসেরর কয়েকজন সমর্থক (মগ এজেন্ট) লিফলেট নিয়ে ভিআইপি লাউঞ্জের গেট দিয়ে প্রবেশ করতে চাইলে তরিকত ফেডারেশনের কর্মীরা তদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং প্রায় ৫ মিনিট চলতে থাকে।
এক পর্যায়ে সাংবাদিক পরিচয় দিয়ে একজন মগ এজেন্ট সংবাদ সম্মেলন কক্ষের ভেতরে ঢুকে পড়েন। এরপর তিনি তরিকত ফেডারেশনের শীর্ষ নেতাদের উদ্দেশে উচ্চ কণ্ঠে বলতে থাকেন, আপনারা কীসের সংবাদ সম্মেলন করছেন? সাংবাদিকদের ভেতরে ঢুকতে দিচ্ছেন না কেন?
জবাবে তরিকত চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, সংবাদ সম্মেলন সাংবাদিকদের জন্য। কোনো সাংবাদিককে ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হবে না।
এরপর গেটের কাছ থেকে তরিকত ফেডারেশনের এক কর্মী ভেতরে ঢুকে বলেন, ওনারা মগ লিফলেট নিয়ে ভিতরে ঢুকতে চাইছিলেন। এ জন্য বাধা দেওয়া হয়েছে। এ সময় সাংবাদিক পরিচয় দেওয়া ওই ব্যক্তির কাছে জানতে চাওয়া হয় আপনি কে? উত্তরে তিনি বলেন সাংবাদিক। কোন মিডিয়ায় কাজ করেন- জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে দ্রুত সংবাদ সম্মেলনের কক্ষ ত্যাগ করে চলে যান ওই ব্যক্তি।
এ পরিস্থিতিতে তরিকত চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, কী আজব পরিস্থিতি। আমরা সংবাদ সম্মেলন করছি, আর তার ভেতরেই মগের লিফলেট বিতরণ করতে চলে আসছেন একদল। আর আমাদের কর্মীরা বাধা দিলে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। আপনারাই বলেন, একজনের সংবাদ সম্মেলনে অন্যজন কীভাবে লিফলেট বিতরণ করতে আসে? তাও আবার মগ নিয়ে। ওই মগের ভেতরে বোমা আছে, না পেট্রোল আছে তাই-বা আমরা জানবো কী করে!
এ কারণে বেশ কিছুক্ষণ সংবাদ সম্মেলনের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।
পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে সংবাদ সম্মেলনে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন এবং চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিনকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয় তরিকত ফেডারেশন।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তীব্র সমালোচনা করা হয়। সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, সিটি নির্বাচনে ভোট চাইতে মাঠে নেমেছেন খালেদা জিয়া। তিন কোন মুখে ভোট চাইতে নেমেছেন? তার হাতে এখনও পোড়া মানুষের গন্ধ, মুখে এখনও সশব্দে উচ্চারিত হচ্ছে নাশকতার বুলি।
তরিকত চেয়ারম্যান বলেন, তিনি (খালেদা জিয়া) তিন মাস মানুষ মেরেছেন। অর্থনীতির ক্ষতি করেছেন। মায়ের বুক খালি করেছেন। স্ত্রীকে বিধবা করেছেন। সন্তানেরা তার কাছে কী দোষ করেছিল। জানতে চাই? তিন মাসের আন্দোলন হঠাৎ বন্ধ করে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এখন তিনি কোন যুক্তিতে মাঠে নেমেছেন?
খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নজিবুল বশর বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে খালেদা জিয়া পুলিশ ও ৫০ জনের গাড়ি বহর নিয়ে সশস্ত্র অবস্থায় ভোট চেয়ে বেড়াচ্ছেন।
এটা কোনোভাবেই নির্বাচী আচরণবিধির মধ্যে পড়ে না। নির্বাচন কমিশন এই আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আদালতের শরণাপন্ন হবো।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এএসএস/এইচএ/