ঢাকা: মাগুরা-১ আসনের উপ-নির্বাচন আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ এপ্রিল, যাচাই-বাছাই ৪ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে।
গত ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য ডা. সিরাজুল আকবর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আইন অনুযায়ী, কোনো আসন শূন্য ঘোষণা হলে তার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সে মোতাবেক তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ইইউডি/বিএস