কুমিল্লা: নির্বাচনের জন্য উন্নয়ন কাজ বন্ধ রাখা যায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় কুমিল্লা সেনানিবাস ও পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আমি ঘন ঘন চট্টগ্রাম যাচ্ছি। সেখানে কর্ণফুলি টানেল হচ্ছে। আমার আত্নীয়-স্বজন চট্টগ্রামে থাকেন। জাতীয় কাজের জন্য আমাকে চট্টগ্রাম যেতে হচ্ছে। নির্বাচনের জন্য তো কাজ বন্ধ রাখা যায় না। নির্বাচনের জন্য আমি চট্টগ্রাম যাবো না, কাজ বন্ধ রাখবো, এটা কি করে হয়?
তিনি বলেন, আমি আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন দেখবে। ১৯৮৬ সাল থেকে আজ পর্যন্ত আমি কখনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করিনি।
তিনি বলেন, খালেদা জিয়া এতোদিন পেট্রোলবোমা চর্চা করেছেন। এখন সহিংসতা বাদ দিয়ে নির্বাচনী চর্চা করছেন। এটা যাতে সাময়িক কৌশল না হয়।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কেন্দ্র দখল করবে, সন্ত্রাসীদের নিয়ে প্রচারণা চালাচ্ছে। এমন অভিযোগ বিএনপি গত নয় সিটি নির্বাচনে করেছে। কিন্তু এমন কিছুই হয়নি। সাত সিটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছে।
তিনি বলেন, গত নয় সিটি নির্বাচনে সরকার প্রভাব খাটায়নি। ফলাফলই যার প্রমাণ। এই তিন সিটি নির্বাচনও সরকার প্রভাবিত করবে না। সরকার কোনো বদনামের অংশীদার হতে চায় না।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। তাদের কর্তৃত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে।
এ সময় তিনি দাবি করেন, আওয়ামী লীগের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে না।
উন্নয়ন কাজ পরিদর্শনকালে তার সঙ্গে কুমিল্লা সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসআর