ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচন

খালেদার প্রচারে বাধা, অভিযোগ পেলে ব্যবস্থা নেবে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
খালেদার প্রচারে বাধা, অভিযোগ পেলে ব্যবস্থা নেবে ইসি

ঢাকা: ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাধা দেওয়ার ঘটনার অভিযোগ পেলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।
 
সোমবার (২০ এপ্রিল) বিকেলে ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব সিরাজুল ইসলাম এ কথা বলেন।



রোবাবর গুলশান-২ এর পিংক সিটিতে প্রচারণা চালানোর পর একদল লোক খালেদা জিয়ার গাড়ি বহরের গতিরোধ করে কালো পতাকা প্রর্দশ করে। এসময় তারা খালেদার গাড়িও থামিয়ে দেয়।
 
এ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিল আউয়াল সোমবার দুপুরে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, ‘খালেদা জিয়ার প্রচারণা চালানোর সময় গাড়িবহরকে বাধা দেওয়া হয়েছিলো এবং অশ্লীল পরিবেশ সৃষ্টি করা হয়েছিলো।

বিয়য়টি তুলে ধরা হলে সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে যদি এই রকম কোনো অভিযোগ আসে অবশ্যই ব্যবস্থা নেবো। লিখিত অভিযোগ আসতে হবে। কেননা, প্রমাণ লাগবে। আমরা সে প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নেবো। ’
 
এদিকে সোমবারও কারওয়ান বাজারে গণসংযোগকালে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
 
আচরণ বিধির বিধি ৬ অনুযায়ী, প্রচারণার ক্ষেত্রে কোনো প্রার্থী প্রতিপক্ষের পথসভা বা ঘরোয়া সভা বা অন্যান্য প্রচারাভিযান পণ্ড বা এতে বাধা দিতে পারবে না।
 
এক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বা  ছয়মাসের জেল অথবা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতাও বাতিল করতে পারে নির্বাচন কমিশন।

মাগুরা-১ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সংবাদ সম্মেলনটির আয়োজন করেছিলো নির্বাচন কমিশন। মাগুরা-১ আসনের উপ নির্বাচন আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ইইউডি/বিএস

** সেনা মোতায়েন নিয়ে দ্বিধা-বিভক্ত ইসি
** সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রাথমিক সিদ্ধান্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।